Sunday, May 27, 2012

ও বন্ধু

ও বন্ধু, মনে রেখো আমায়
একদিন আমিও ছিলাম
ভরা কোনো আড্ডায়, ব্যস্ত কাজে
আনন্দ-অবসরে সবার মাঝে
তোমাদের এই প্রিয় চেনা ঠিকানায়।।

আমিও করেছি ভাগ দুঃখ-সুখ
সবার মুখে চেয়ে হয়ে উন্মুখ
বেসেছে ভালো কেউ, এসেছে বিরহ ঢেউ
ভেঙেছে বেদনাভার এই পোড়া বুক
তবুও ছিলাম আমি বন্ধু তোমার
জীবনের প্রয়োজনে প্রাণের মেলায়।।

এঁকেছি কতোনা চোখে স্বপ্ন-দিন
গানের কথা জুড়ে বাজিয়েছি বীণ
বেঁধেছি প্রেমে ঘর, দেখেছি সহসা ঝড়
হারিয়ে গিয়েছে সুখ কল্প-রঙিন
তবুও গেয়েছি গান আসর জুড়ে
তোমাদের বিনোদনে সুরের ধারায়।।

শেখ জলিল        ২৫.০৫.২০১২

No comments:

Post a Comment