Wednesday, March 15, 2017

আমার অন্তরেরই অন্তস্থলে

১.
আমার অন্তরেরই অন্তস্থলে
গড়লো যে জন ডেরা
সারা জীবন খুঁইজা বেড়াই
মন কারিগর কেরা
তারে বাঁধতে নারি নিজেই হারি
সে জন বাঁধনছেঁড়া।।

চক্ষু বুইজা ভাবি তারে
দিবা নিশিময়
অন্তরে অন্দরে জাগে
আরও বিস্ময়
একবার দিব্যচক্ষে দেখলে পরে
বাঁধতাম তারই নেড়া।।

কোন্ জগতে ছিলাম কোথায়
একা নিরাশ্রয়
কোন্ ভবেতে আইলাম শেষে
সবই মায়াময়
সেই মায়ার নেশায় হইলাম আমি
বুদ্ধিনাশা ভেড়া।।

শেখ জলিলে প্রেম বিচ্ছেদে
ঘর বিবাগী হয়
বুকের কষ্ট ফেরি করে
ঘুরে জগৎময়
ও সে বাউলানা প্রেমকাব্য লেখে
ব্যথার হৃদয় চেরা।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

২.
আমার বুকে তোমায় নিয়ে গল্প আছে
আমার সুখে তোমায় নিয়ে কল্প আছে
বলো নেবে কি এই সুখ
আর রাখবে বুকে বুক।
আমার চোখে তোমায় নিয়ে স্বপ্ন আছে
কল্পলোকে তোমায় নিয়ে লগ্ন আছে
সেই লগ্ন অপরূপ
আমি বাসবো ভালো খুব।।

পথ চলিতে এলাম কাছে
ছিলাম একেলা
দীঘল পথে হাঁটতে হাঁটতে
গেলো যে বেলা
আজ চলার শেষে গলার মালা
পরিয়ে দিলাম চুপ।।

রাইখো তুমি সযতনে
বুকের প্রণয়ে
থাকবো পাশে সারা জীবন
তোমাকে লয়ে
আজ প্রেমের ঝিলে দুজন মিলে
জড়িয়ে দিলাম ডুব।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

৩.
তুমি আছো সব আছে
তুমি নাই কিছু নাই
পাশে যদি থাকো তুমি
আলোকিত মনভূমি
দুটি চোখে খেলে যায়
প্রেম রোশনাই।।

যতক্ষণ থাকো কাছে
এ বুকেতে প্রাণ বাঁচে
যদি তুমি ভুলে যাও
ভুলি সব কিনারাই
একা পথে যদি হাঁটি
মনে হয় তুমি নাই
তুমি নাই সাথী নাই।।

যতক্ষণ চোখে দেখি
হৃদপটে ছবি আঁকি
যদি তুমি দূরে যাও
ভুলি সব ভাবনাই
তুলি হাতে যদি ধরি
পাশে দেখি তুমি নাই
তুমি নাই ছবি নাই।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

৪.
যায় কি লেখা সব মনের কথা
হৃদয় গভীরে যত লুকানো ব্যথা
অক্ষরে আসে না সেই কথকতা।।

যায় কি মোছা সব স্মৃতির পাতা
পরানের গহীনে যে পরানগাথা
এলোঝড়ে ভাঙে সেই নীরবতা।।

যায় কি আাঁকা সব প্রেমের ছবি
অন্তরে জ্বলে যে হৃদয় রবি
মনবনে বাড়ে সেই তরুলতা।।

শেখ জলিল ১০.০৩.২০১৭



No comments:

Post a Comment