Sunday, March 19, 2017

যাইবা যদি রঙের পাখি

যাইবা যদি রঙের পাখি
ছাইড়া নিজের গাঁও
অচিন দেশে বড়ই জ্বালা
বুক বান্ধিয়া যাও।।


অচিন দেশের রূপের কন্যা
দেখবে কত জন
মিলবে না তার আদর সোহাগ
প্রেম অমূল্য ধন
থাকবে না সে বুকের খাঁচায়
যতই কাছে চাও।।

ছাড়লে তোমার কাছের স্বজন
নিজের বাড়ি ঘর
পর হবে না বন্ধু আপন
হৃদয়ে দোসর
বিচ্ছেদ জ্বালায় সারাজীবন
বইবে হুতাশ বাও।।

শেখ জলিল ১৫.০৩.২০১৭

PC: Google Image

No comments:

Post a Comment