Tuesday, April 29, 2014

আমার নাই নাই নাই রে

নাই নাই নাই রে
এমনও বসন্ত দিনে
বন্ধু কাছে নাই
মনবাগানে ফুটলো যে ফুল
প্রাণ ভোমরা কোথায় পাই।।

বাড়ির পাশে ফুলবাগানে
বইছে দখিন হাওয়া
ঘরের বাহির হইয়া তারেও
হয় না কাছে পাওয়া
আমায় ছেড়ে রয় যে দূরে
কার ঘরে সে নিলো ঠাঁই।।

ঘরে আমার বিষম জ্বালা
কোথায় বলো যাবো
পাল খাটাইয়া নাও ভাসানোর
মাঝি কী আর পাবো
ভরা গাঙে উঠলে জোয়ার
পারের সঙ্গী কেমনে পাই।।

ফাগুন আইলো ফাগুন গেলো
রইলো অধর পাওয়া
সুখের ভিটায় রঙের মেলায়
হইলো না আর যাওয়া
জলিল বলে দূর আকাশে
মিছেই ভুল ফানুস উড়াই।

শেখ জলিল  ১৮.০৪.২০১৪

No comments:

Post a Comment