Wednesday, April 3, 2013

দিকহারা ছেঁড়া পালে

দিকহারা ছেঁড়া পালে লেগেছে হাওয়া
ভাবছে হিসেবী মন চাওয়া-পাওয়া
ভুলেছে চলার পথ, ঢেউয়েতে উল্টো রথ
হবে না হবে না ছোট তরী বাওয়া।।

অদূরে প্রবাল দ্বীপ সবুজে ঘেরা
বন্দী পাখিটা বনে বেঁধেছে ডেরা
ইচ্ছে ঘুড়িটা তার নাটাই ছেঁড়া
দূরবীণ চোখে চোখ লক্ষ্মী টেরা
হয়েছে বিবাগী মন, দূরে চেয়ে অনুক্ষণ
হবে না হবে না প্রেমদ্বীপে যাওয়া।।

হাজারও কথার মিল জেগেছে সুরে
ছন্দ তুলেছে তান হৃদয়পুরে
দেখেছে কতোনা চেয়ে আসর ঘুরে
স্বপ্নছবিটা ছিলো দুচোখ জুড়ে
হেরেছে পাগল মন, শুনে তার অনুরণ
হবে না হবে না সুখছোঁয়া পাওয়া।।

শেখ জলিল         ০৩.০৪.২০১৩

No comments:

Post a Comment