Saturday, April 13, 2013

ছয় ঋতুতে ছয়টি রূপে


ছয় ঋতুতে ছয়টি রূপে
সাজে কোন্ সে দেশ
শুনছো নি সেই দেশেরই নাম
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

গ্রীষ্ম এলে মিষ্টি ফলে
ভরে সবার মুখ
বর্ষা তুখোড় বৃষ্টি মুখর
মনে ঝরায় সুখ
আবার শরৎকালে কাশের ফুলে
পরায় শুভ্র বেশ।।

হেম-হেমন্তে দিগ-দিগন্তে
ফসল কাটার ধুম
শীতের পিঠা মধুর মিঠা
নেয় যে কেড়ে ঘুম
আবার বসন্তেরই রং-বাহারি
ফুলের নেইকো শেষ।।

শেখ জলিল           ১৮.০৬.২০১২


No comments:

Post a Comment