Wednesday, May 30, 2018

তুমি সবখানে


Image result for earth
জলে-স্থলে-অন্তরীক্ষে কোথা নেই তুমি
তোমার বিচরণ সর্বত্র, সবখানে

এই যে ঘাসফুল- তোমার নাকছাবি
আলতো করে ছুঁয়ে দেই আমি তোমায়
এই যে লজ্জাবতী লতা- তোমার কিশোরী শরীর
কাঁপা কাঁপা হাতে আমার প্রথম প্রেমের পরশ

ঐ যে মৃদুমন্দ বাতাস যাচ্ছে দূরে
বিলিয়ে মিষ্টি গন্ধ তোমার ঘনকালো চুলের
ঐ যে নদী- তুমি স্রোতস্বিনী যৌবনে ভরা
আজও সাঁতার কাটি আমি তার জলে

ঐ যে আকাশ ঘনকালো মেঘের ভেলা
তোমার চুলে ছড়ানো নিঝুম সন্ধ্যার কায়া
ঐ যে ঝিকিমিকি চাঁদ-তারাভরা আকাশ
তোমার অপরূপ রূপ মায়াবী মুখায়ব

এই যে গোলাপ- বাগানে ফোটা হাসির রং
তোমার মুখচ্ছবি দেখি প্রতি প্রত্যুষে উঠে
মাঠের ঘনসবুজ ডেকে যায় তোমার সান্নিধ্যে
এই আমার পৃথিবী তুমি- উন্মুক্ত মাটির ধরা

যেখানে যাই যত দুরে, ঘুরে ঘুরে দেখি তোমায়
বলো, জলে-স্থলে-অন্তরীক্ষে কোথা নেই তুমি
তোমার বিচরণ সর্বত্র, সবখানে

শেখ জলিল         ৩০.০৫.২০১৮

PC: Google Image

No comments:

Post a Comment