Tuesday, June 24, 2014

এখানে হঠাৎ করে বৃষ্টি এলে

এখানে হঠাৎ করে বৃষ্টি এলে অঝোর ধারার
সহসাই বাঁধ ভেঙে যায় হৃদয় আমার
তুমি কি বৃষ্টি দেখো বৃষ্টি ধরো হাতের মুঠায়
ঝড়বাতাসে ঝাঁপটা এলে চিলেকোঠায়?
বারান্দায় দাঁড়িয়ে আমি সটান ভিজি
দূর জানালার মুখটি চেনা আজও খুঁজি
তুমি সেই কেমন আছো
বলো, তুমি কেমন আছো?।

এখানে ফাগুন এলে ফুলবাগানে গুনগুনিয়ে
সারাদিন ভোমরারা যায় গান শুনিয়ে
তুমি কি তেমনি সাধো তেমনি বাঁধো নতুন সুরে
তানপুরাটায় হাত বুলিয়ে কণ্ঠ জুড়ে?
দখিনায় কান পেতে রই এখন আমি
নিশি পাওয়া গানটি শুনি দিবসযামী
তুমি আজ কেমনে বাঁচো
বলো, তুমি কেমনে বাঁচো?।

এখানে শরৎ এলে শিউলি ফুলে ভোরবেলাতে
ঝরাফুলে মালা গাঁথি এই হাতেতে
তুমি কি তেমনি আসো গাছের তলায় চুপিসারে
ঠাকুরবাড়ির পেছনটাতে পুকুর ধারে?
এখনও বাতাসে ফুল ঝরা শুনি
তোমায় দেখার অপেক্ষাতে স্বপ্ন বুনি
তুমি কি আমায় যাচো
বলো, তুমি আমায় যাচো?।

শেখ জলিল                   ০৩.০৬.২০১৪

No comments:

Post a Comment