Thursday, May 23, 2013

ও হায়, রঙের মানুষ

ও হায়, রঙের মানুষ ওড়ায় ফানুস
রঙে ভরা নীলিমায়
ছিঁড়লে সূতো হারিয়ে যাবে
স্বপ্ন ঘুড়ি অজানায়।।


গল্পকথায় হৃদয় বরণ
সুখের তরে সঙ্গী ধারন
আবার দুঃখনীলে একলা মরণ
মানুষের কারণ।
দেখি কর্মে কর্মে কতো যে রূপ
মর্মে মর্মে ভরা অসুখ
রঙ্গরসের কামনায়।।


ছোট-বড়ো জাতের বিচার
উচ্চ-নীচ ভেদের আচার
আবার ধনী-গরীব মানুষ বোঝার
সম্পদের বাহার।
দেখি বর্ণে বর্ণে কতো অমিল
ধর্মে ধর্মে আঁটা যে খিল
কর্মভেদের দুনিয়ায়।।


শেখ জলিল   ২১.০৫.২০১৩

No comments:

Post a Comment