Friday, April 20, 2012

এই নিঃসঙ্গ প্রবাসে

এই নিঃসঙ্গ প্রবাসে কতো দুঃসহ দিন
জীবনের বসন্ত হলো বিলীন
হলো না দেখা শুধু তোমার সাথে
স্মৃতিগুলো ওড়ে নীল ঘাস ফড়িং।।

হলো না যাওয়া আর স্বর্ণালী দিনে
বাজিয়ে সুখের গান হৃদয়ের বীণে
ছিঁড়ে গেছে মালা সেই বিনিসূতার
করে দিয়ে সব কিছু প্রেমচিহ্নহীন।।

দিলে না তোমার আর কোনো ঠিকানা
রইলে অপর হয়ে দূরে অজানা
খুঁজে ফিরি আজও সেই অনন্ত সুখ
দিয়েছিলে তুমি এসে বাধাবন্ধহীন।।

শেখ জলিল         ২০.০৪.২০১২

No comments:

Post a Comment